শহীদ শেখ ফজলুল হক মনির ৮৪ তম জন্মদিন আজ
- আপডেট সময় : ০৯:২৫:৪১ অপরাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২
- / ২২১৮ বার পড়া হয়েছে
যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির ৮৪ তম জন্মদিন আজ। ১৯৩৯ সালের ৪ ডিসেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার ঐতিহাসিক শেখ পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। দিনটির স্মরণে সকালে রাজধানীর বনানী কবরস্থানে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে যুবলীগ চেয়ারম্যান পরশ বলেন, শেখ মনি বেঁচে থাকলে বঙ্গবন্ধু হত্যার বিচারের রায় আরও আগেই কার্যকর হতো। আর ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, বঙ্গবন্ধুর নির্দেশে মেধাবীদের রাজনীতিতে নিয়ে এসেছিলেন শেখ মনি।
৮৪তম জন্মদিন উপলক্ষে যুবলীগের কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে বনানী কবরস্থানে শহীদ শেখ ফজলুল হক মনি ও ১৫ আগষ্টে নিহত শহীদদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বড় ছেলে, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।
পরে যুবলীগ প্রতিষ্ঠাসহ ৬ দফা আন্দোলন ও স্বাধীনতা যুদ্ধে শহীদ শেখ ফজলুল হক মনির বিশেষ অবদানের কথা স্মরণ করেন তিনি।
এরপর শ্রদ্ধা নিবেদন করেন শহীদ শেখ ফজলুল হক মনির ছোট ছেলে- ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নুর তাপস। শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিচারণ করে তিনি বলেন, ছাত্রজীবন থেকেই বঙ্গবন্ধুর সান্নিধ্য পেয়েছিলেন শেখ মনি। আর রাজনীতিতে তাঁর পদার্পণ বঙ্গবন্ধুর ডাকেই।
এছাড়া দিবসটি উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন কেন্দ্রীয় ও মহানগর যুবলীগ নেতাকর্মীরা।