শাকিব বিহীন বুবলীর নতুন যাত্রা
- আপডেট সময় : ০২:২২:৪২ অপরাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২
- / ১৬৩৪ বার পড়া হয়েছে
শবনম বুবলী। আজ মঙ্গলবার থেকে শুরু করছেন নতুন ছবির শুটিং। বুবলীর চলচ্চিত্রে অভিনয় জীবন ৬ বছরের। প্রথম ছবি বসগিরি, আলোচনায় আসেন, পরিচিতি পান শাকিব খানের সঙ্গে অভিনয় করে। অভিনয়জীবনে শাকিব খানের সঙ্গে শুরু থেকেই টানা ১২টি চলচ্চিত্রে অভিনয় করেছেন শবনম বুবলী।
সাম্প্রতিক সময়ে শবনম বুবলী বেশ আলোচিত।শাকিব খানের সাথে সাথে তার সম্পর্ক ও শিশু নিয়ে কম হইচই হয়নি মিডিয়ায়। প্রহেলিকা চলচ্চিত্রে অভিনয় করছেন শবনম বুবলী, ছবির পরিচালক চয়নিকা চৌধুরী। বুবলীর বিপরীতে নায়ক হয়ে পর্দায় আসছেন টিভি নাটকের অভিনেতা মাহফুজ আহমেদ।
দুই দশক ধরে টিভি নাটক বানিয়ে বড় পর্দার কাজে হাত দেন চয়নিকা চৌধুরী। তাঁর প্রথম পূর্ণ্যদৈর্ঘ্য চলচ্চিত্র বিশ্বসুন্দরী পায় আটটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। প্রথম চলচ্চিত্র মুক্তির দুই বছরের মাথায় দ্বিতীয় চলচ্চিত্রের কাজ শুরু করলেন তিনি। চয়নিকা জানিয়েছেন, একটানা শুটিংয়ের মধ্য দিয়ে ছবিটির কাজ শেষ করতে চান।
মঙ্গলবার শুরু হয়ে প্রহেলিকা চলচ্চিত্রের শুটিং চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। এরপর ঢাকায় ফিরে বিমানবন্দর থেকেই তাঁরা ছুটবেন আরেকটি শুটিং স্পটে। সব মিলিয়ে ২৮ দিন শুটিং করে ছবিটির কাজ শেষ করতে চান চয়নিকা। কথায় কথায় জানালেন, ছবিতে চারটি গান থাকবে। একটি গানের শুটিং হবে বান্দরবানের থানচিতে। বাকি গান ও দৃশ্যের শুটিং হবে সিলেটে। তবে সিলেটের কোথায় শুটিং করছেন, সে বিষয়ে আপাতত কিছুই জানাতে চান না।
ছবিটি প্রসঙ্গে চয়নিকা বললেন, ‘প্রহেলিকা অর্থ রহস্য। তাই শুটিং শেষের আগপর্যন্ত সবকিছু রহস্যই থাক। প্রেক্ষাগৃহে গিয়ে দর্শকেরা রহস্য উন্মোচন করুক। নিশ্চিত করে বলতে পারি, ছবিটি দেখার সময় দর্শকেরা মেঝের দিকে তাকিয়ে পপকর্ন খাবে না, পর্দার দিকে তাকিয়েই তারা পপকর্ন খাবে।’
গত দেড় বছর ধরে ‘প্রহেলিকা’ নির্মাণের পরিকল্পনা করছিলেন চয়নিকা চৌধুরী। নানা সংকটে পড়েছেন বলেও জানালেন, ‘আমি বিশ্বাস করি, ভালো কাজে বাধা আসবেই। যদি লক্ষ্য স্থির থাকে, তবে কোনো বাধাই বাধা নয়। কাজ শুরু করছি। একটা অসাধারণ টিম পেয়েছি, যারা ভাবছে—এটা তাদেরই কাজ। এসব কাজের শক্তি বাড়িয়ে দিয়েছে।’ মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় প্রহেলিকার প্রথম দিনের ক্যামেরা চালু হচ্ছে বলে জানালেন চয়নিকা। প্রথম দৃশ্যের শুটিংয়ে অংশ নেবেন মাহফুজ আহমেদ, শবনম বুবলী ও এ কে আজাদ সেতু।