শান্তি চুক্তিতে নিরপেক্ষ অবস্থান নিয়ে আলোচনায় প্রস্তুত ইউক্রেন
- আপডেট সময় : ০২:০৩:০৭ অপরাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
শান্তি চুক্তিতে নিরপেক্ষ অবস্থান গ্রহণ নিয়ে ইউক্রেন আলোচনায় প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিকে, যুদ্ধবিরতিতে রাশিয়া-ইউক্রেন পরবর্তী ধাপের বৈঠক বসতে যাচ্ছে তুরস্কে। ইউক্রেন যুদ্ধ নিয়ে কথার বাড়াবাড়ি কমানোর তাগিদ ফ্রান্সের প্রেসিডেন্টের।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, শান্তি চুক্তির অংশ হিসাবে একটি নিরপেক্ষ অবস্থান গ্রহণের বিষয়ে আলোচনা করতে প্রস্তুত তারা।এরই মাঝে সংকট নিরসনে আজ আবারো তুরষ্কে বৈঠকে বসছে রাশিয়া-ইউক্রেন। এবার, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে বেফাঁস মন্তব্যের জন্য সমালোচনার মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে মস্কো। সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। তিনি বলেন, যুদ্ধ বন্ধ করতে এসব কথা বলা উচিত নয়। বাইডেনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভেতর থেকেও উঠেছে সমালোচনার ঝড়। জাতিসংঘ বলছে, এভাবে যুদ্ধ চলতে থাকলে ইউক্রেনের ৯০ শতাংশ মানুষ দারিদ্র্যের সম্মুখীন হতে পারে।