শান্তি রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে
- আপডেট সময় : ০২:৫৭:১৫ অপরাহ্ন, বুধবার, ৮ জুন ২০২২
- / ১৫৩১ বার পড়া হয়েছে
জাতিসংঘের শান্তি রক্ষা মিশনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের শান্তি রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ভুমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন কাতার সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল সালেম হামাদ আল আকীল আল নাবেত।
সকালে চট্টগ্রামের ভাটিয়ারির বিএমএ প্যারেড গ্রাউন্ডে ৮২তম রাষ্টপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। টানা তিন বছর কঠোর সামরিক প্রশিক্ষণ শেষে এই কোর্সের ১৯৬ জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন। যার মধ্যে ১৮০ জন পুরুষ ও ১৬ জন নারী অফিসার। এছাড়া রয়েছেন ৭ ফিলিস্তিনি ও ১ জন শ্রীলঙ্কান অফিসার। যারা নিজ নিজ দেশের সেনাবাহিনীতে যোগ দেবেন। এই প্রশিক্ষণে সব বিষয়ে সেরা হওয়ায় ব্যাটেলিয়ন সিনিয়র আন্ডার অফিসার তানভীর রহিম চৌকস ক্যাডেট হিসেবে সোর্ড অব অনার স্বর্ণপদক অর্জন করেন। এর আগে কাতার সশস্ত্র বাহিনীর চীফ অব স্টাফ প্যারেড গ্রাউন্ডে এলে ২৪ পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার তাকে অভ্যর্থনা জানান।