শাবিপ্রবির প্রক্টরিয়াল বডিতে নতুন ৪ সহকারী নিয়োগ

- আপডেট সময় : ০৫:২০:৪০ অপরাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৪২ বার পড়া হয়েছে
প্রক্টরিয়াল বডিতে নতুন ৪ জন সহকারী প্রক্টর নিয়োগ দিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন। সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সহকারী প্রক্টর হিসেবে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা হলেন- ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আব্দুল হালিম, নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ জাভেদ কায়সার ইবনে রহমান, লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মোস্তফা কামাল, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শাহেলী পারভীন দিপা। বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন। এছাড়া বিধি মোতাবেক দায়িত্ব ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। এর আগে বৃহস্পতিবার ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. আলমগীর করীবকে প্রক্টরের পদ থেকে অব্যাহতি দেয়া হয়। ওই পদে নিয়োগ পান ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ইশরাত ইবনে ইসমাইল।