শামীম ইস্কান্দারের বিরুদ্ধে দুর্নীতি মামলা বাতিলের আবেদন খারিজ
- আপডেট সময় : ০৩:০২:১৬ অপরাহ্ন, রবিবার, ১২ জুন ২০২২
- / ১৭১১ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দারের বিরুদ্ধে দুর্নীতি মামলা বাতিলের আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। পাশাপাশি মামলার কার্যক্রম বিচারিক আদালতে চলতে আর বাধা নেই বলেও জানানো হয়েছে।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ এ বিষয়ে আদেশ দেন। এ সময় দুদকের মামলাটির বাতিল চেয়ে করা আবেদন খারিজ করে দিয়ে প্রধান বিচারপতি বলেন, বিচারিক আদালত আমলে নেয়ার পর যদি কোনো আপত্তি থাকে তাহলে শামীম ইস্কান্দার আইনি পদক্ষেপ নিতে পারবেন। গেলো ৫ জুন এ বিষয়ে শুনানি শেষ হয়। এরপর আদেশের জন্য ১২ জুন দিন ঠিক করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সম্পদের তথ্য চেয়ে ২০০৭ সালে শামীম ইস্কান্দারকে নোটিশ দেয় দুর্নীতি দমন কমিশন। কিন্তু নোটিশের পর সম্পদের তথ্য গোপন করায় তার বিরুদ্ধে অনুসন্ধান শেষে মামলার সিদ্ধান্ত নেয় দুদক। পরে ২০০৮ সালে রমনা থানায় মামলা করে দুদক। এ মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিনও নেন শামীম ইস্কান্দার ও তার স্ত্রী