শারদীয় দুর্গাপূজার তৃতীয় দিন মহাঅষ্টমী আজ
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:০৩:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪
- / ১৮৩৬ বার পড়া হয়েছে
শারদীয় দুর্গাপূজার তৃতীয় দিন মহাঅষ্টমী আজ। প্রতিবছরের মতো এবারও মহাঅষ্টমীতে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপূজার বিশেষ পর্ব ‘কুমারী পূজা’।
রাজধানীসহ সারাদেশে পূজামণ্ডপগুলোতে কুমারী পূজার আয়োজন করা হয়েছে। মাতৃভাবে কুমারী কন্যাকে জীবন্ত প্রতিমা করে তাতে জগজ্জননীর উদ্দেশে শ্রদ্ধা নিবেদন করাই কুমারীপূজা। শাস্ত্র মতে, এদিন মা দুর্গার অপর কোনো নামে কুমারীর নামকরণ করা হবে। এ পূজার মাধ্যমে নারী হয়ে উঠবে পবিত্র ও মাতৃভাবাপন্ন। প্রত্যেকে নারীর প্রতি হবে শ্রদ্ধাশীল।
বুধবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয় শারদীয় দুর্গোৎসবের দুর্গাপূজা। রোববার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনব্যাপী এ উৎসব।