শারদীয় দুর্গাপূজা ঘিরে সারাদেশে চলছে প্রতিমা তৈরির কাজ
- আপডেট সময় : ০৬:০৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২
- / ১৭০৪ বার পড়া হয়েছে
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার বাকী আর সপ্তাহখানেক। এ উৎসব ঘিরে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন জামালপুর, নীলফামারী ও ফেনীর কারিগররা। পূজার উৎসবে অংশ নিতে চলছে হিন্দু ধর্মালম্বীদের কেনাকাটা।
কাশফুলের সাদা শুভ্রতা মনে করিয়ে দেয় দেবী দুর্গার আগমন। এবার দেবী দুর্গা বাপের বাড়ি আসছেন হাতিতে চড়ে। স্বামীর ভিটা কৈলাশে ফিরে যাবেন নৌকায়।
জামালপুরে ১৮৪টি পূজার মন্ডপে দিন রাত পরিশ্রম করে তাদের নিপুণ হাতের ছোঁয়ার তৈরি করছে প্রতিটি প্রতিমাকে।
খরচ বেড়ে যাওয়ায় সংশ্লিষ্টদের কাছে বাড়তি অর্থ বরাদ্দের অনুরোধ জানিয়েছে জেলা পূজা উদযাপন পরিষদ নেতা। অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর পুলিশ প্রশাসন।
দুর্গোৎসবকে ঘিরে নীলফামারীতে সনাতন ধর্মালম্বীদের মাঝে উৎসবের আমেজ। ৮’শ ৮৯টি মন্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ। তুলি আর রং ছোঁয়ায় প্রতিমা ধীরে ধীরে ধারণ করছে মাতৃ রূপ। উৎসবমূখর পরিবেশের অপেক্ষায় হিন্দু ধর্মাম্বলীরা।
করোনার কারণে দু’বছর পূজায় ছিলো না কোন উৎসবের আমেজ। ফলে এবারের উৎসব হবে সার্বজনীন প্রত্যাশা ফেনী বাসীর।
১ অক্টোবর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হবে দেবী অর্চনা। ৫ অক্টোবর বিসর্জন।