শারদীয় দুর্গোৎসবের আয়োজনে সারাদেশে চলছে প্রতিমা তৈরীর কাজ

- আপডেট সময় : ০৯:০০:০৬ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২
- / ১৬৭২ বার পড়া হয়েছে
শারদীয় দুর্গোৎসবের আয়োজনে সারাদেশে চলছে প্রতিমা তৈরীর কাজ। একইসঙ্গে পূজামন্ডপ তৈরির জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম করছেন শিল্পীরা। যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে নিশ্চিদ্র নিরাপত্তা নেয়া হয়েছে প্রতিটি জেলায়। নেত্রকোনা প্রতিনিধি দেবল চন্দ্র দাস ও সুনামগঞ্জ প্রতিনিধি মাহতাব উদ্দিন তালুকদারের প্রতিবেদন।
সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপুজা। উৎসবকে ঘিরে নেত্রকোনায় সকলের মাঝেই উৎসবের আমেজ। মন্ডপে মন্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ। জেলার ১০ উপজেলায় ৫১৪টি মন্ডপে চলছে পূজার প্রস্তুতি। কারিগররা রাতভর প্রতিমা তৈরিতে ব্যস্ত।
নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহসহ সুষ্ঠুভাবে পূজা শেষ করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন জেলার পূজা উদযাপন কমিটি।
অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি মন্ডপে সিসি ক্যামেরা লাগানোর নির্দেশ দেয়া হয়েছে। প্রতিমা তৈরী ও পূজার সময় মন্ডপে মন্ডপে থাকবে তিনস্তরের নিরাপত্তার ব্যবস্থা।
সুনামগঞ্জের ১২ উপজেলায় ৪২৪টি পুজা মন্ডপে দেবীকে সাজাতে কর্মব্যস্ত দিন কারিগরদের। জেলা জুড়ে এখন উৎসবের আমেজ।
শান্তিপূর্ণভাবে পূজা পালনে সবার সহযোগিতা চান জেলা পূজা উদযাপন পরিষদের এই নেতা। নিরাপত্তা নিয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা দেন পুলিশ সুপার।
সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব কোন ধরনের বিশৃংখলা ছাড়াই উদযাপনের দাবীর প্রত্যাশা সকলের।