শারীরিক অবস্থার অবনতি হওয়ায় খালেদা জিয়া হাসপাতালে

- আপডেট সময় : ০৩:১৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩
- / ১৮৫৩ বার পড়া হয়েছে
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার দিবাগত রাত ১টা ৩৫ মিনিটে তাঁকে হাসপাতালে নেয়া হয়।
চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের দায়িত্বশীল সূত্র জানায়, রাত ১টা ২০ মিনিটের দিকে গুলশানের বাসভবন থেকে খালেদা জিয়া বের হন। বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বলেন, খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা তাঁকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নিয়েছেন।
গভীর রাতে হাসপাতালে নেয়ার পেছনে বড় ধরনের কোনো জটিলতা রয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়টি তাঁর চিকিৎসকেরা অতি গুরুত্বের সঙ্গে দেখেন। তিনি দীর্ঘদিন ধরে নানা ধরনের জটিলতায় ভুগছেন।
নতুন করে জটিলতা এড়াতে তাঁকে রাতে হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত হয়েছে। তাঁর লিভার, হার্টের সমস্যা, আথ্রাইটিস, ফুসফুস, ডায়াবেটিস ও চোখের সমস্যাসহ নানা জটিলতা রয়েছে।