শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় তিন’শ প্রবাসীকে অজ্ঞান করে সর্বস্ব লুট
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০২২
- / ১৫৯২ বার পড়া হয়েছে
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় তিন’শ প্রবাসীকে অজ্ঞান করে সর্বস্ব লুট করে নেয়া চক্রের মূল হোতা আমির হোসেনসহ ৩ জনকে গ্রেফতার করেছে রেব ।
কাওরান বাজার মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি জানান, বিদেশগামী যাত্রীদের অসহায়ত্বের সুযোগ নিয়ে অজ্ঞান করে সর্বস্ব লুট করা ছিল তাদের মূল টাগের্ট।
গত ২ সেপ্টেম্বর আজিমপুর বাস স্ট্যান্ড থেকে বিদেশগামী ব্যাক্তিকে অজ্ঞান করে তার সব কিছু কেড়ে নেয় চক্রটি। তাদের কাছ থেকে বিপুল পরিমান স্বর্ন, বিদেশী মুদ্রা,মোবাইল,ঘড়ি, মানিবাগসহ বিভিন্ন মালামাল উদ্বার করেছে । রেব জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।