শিক্ষকদের কর্মবিরতিতে সব বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বন্ধ
- আপডেট সময় : ০২:০৬:১৫ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪
- / ১৬৪৪ বার পড়া হয়েছে
চাকরি শেষে আর প্রচলিত পেনশন পাবেন না সরকারি চাকরিজীবীরা, এমন নিয়ম রেখে আজ থেকে চালু হয়েছে নতুন পেনশন স্কিম প্রত্যয়। এই সিদ্ধান্তে বিরোধিতা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। ক্লাস ও পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত।
রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান, সংস্থা, ব্যাংক এবং পাবলিক বিশ্ববিদ্যালয়সহ ৪০০ সংস্থা ও প্রতিষ্ঠানের নতুন কর্মকর্তা-কর্মচারীরা এই প্রত্যয় স্কিমের আওতায় আসবে। নতুন যারা চাকরিতে যোগ দেবেন তাদের এই আওতায় আসা বাধ্যতামূলক। পেনশন পাওয়ার উপযুক্ত হওয়ার পরের মাস থেকেই স্বয়ংক্রিয়ভাবে তাঁদের ব্যাংক হিসাবে মাসিক পেনশনের অর্থ পেয়ে যাবেন। পেনশন পেতে জাতীয় পেনশন কর্তৃপক্ষ বা অন্য কোনো দফতরে যাওয়ার বা কোনো ধরনের প্রমাণ দেখানোরও প্রয়োজন হবে না। সেই অর্থ জমা হবে পেনশন কর্তৃপক্ষের তহবিলে। সরকারের এ সিদ্ধান্তের প্রতিবাদে সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আজ থেকে অনির্দিষ্টকালের জন্য সব ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন। শিক্ষকরা মনে করছেন, প্রত্যয়ের তুলনায় সেবক স্কিমে বাড়তি সুবিধা রয়েছে।