শিক্ষা উপকরণের ব্যাপক দাম বৃদ্ধিতে দিশেহারা সাধারণ মানুষ
- আপডেট সময় : ০৩:৫৮:০৫ অপরাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০২২
- / ১৬৩৭ বার পড়া হয়েছে
নিত্যপণ্যের ক্রমবর্ধমান উর্ধ্বগতিতে দিশেহারা মধ্যবিত্তসহ সাধারণ মানুষ। এর মধ্যে শিক্ষা উপকরণের ব্যাপক দাম বৃদ্ধি তাদের নতুন করে কপালে ভাঁজ ফেলেছে। অন্য সব নিত্যপণ্যের মত শিক্ষা উপকরণের দাম বেড়েছে অস্বাভাবিক হারে। বই, খাতা, কলম, পেন্সিল, ব্যাগসহ সব উপকরনের দাম বেড়েছে ৩০ থেকে ৫০ ভাগ। বাড়তি দাম মেটাতে হিমশিম অবস্থা অভিভাবকদের।
গেলো কয়েক মাসে সব ধরনের কাগজের দাম বেড়েছে। এতে বেড়েছে খাতার দাম। প্রতি ডজনে ১০ থেকে ১৫ টাকা বেড়েছে কলমের দাম। পেন্সিলের দামও বেড়েছে ডজনে অন্তত বিশ টাকা। স্ট্যাপলার পিন, জ্যামিতি বক্স, ব্যবহারিক খাতা, রং পেন্সিল, স্কেল, অফিস ফাইলসহ অন্য উপকরণের দামও বেড়েছে অস্বাভাবিক হারে। বেড়েছে ফটোকপির খরচও।
বাড়তি দামের কারণে, হিমশিম অবস্থা মধ্যবিত্তের। সন্তানের পড়াশোনা খরচ মেটানো নিয়েই দুশ্চিন্তায় অভিভাবকরা।
ভোক্তা অধিকার বলছে, বাজার মনিটরিংয়ের উদ্যোগ নেয়া হচ্ছে।
সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে শিক্ষা উপকরণের দাম কমাতে সরকারের বিশেষ নজর চান শিক্ষার্থী ও অভিভাবকরা।