শিক্ষা ও স্বাস্থ্য খাতে প্রযুক্তি ব্যবহার বাড়ালে, দেশ আরো এগিয়ে যাবে : সালমান এফ রহমান
- আপডেট সময় : ০৭:৫৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩
- / ১৫৯৫ বার পড়া হয়েছে
স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বর্তমান চ্যালেঞ্জ দক্ষ জনশক্তি। এজন্য সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারী শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বলেন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে প্রযুক্তি ব্যবহার বাড়াতে পারলে, দেশ আরো অনেক দূর এগিয়ে যাবে। রাজধানীতে এক সেমিনারে এসব কথা বলেন সালমান এফ রহমান। ভবিষ্যত চ্যালেঞ্জ মোকাবিলায় তথ্য প্রযুক্তি খাতে উন্নয়নের বিকল্প নেই বলেও জানান সালমান এফ রহমান।
২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্য ছিল আওয়ামী লীগ সরকারের। এরই মধ্যে ‘রূপকল্প ২০২১’ বাস্তবায়ন হয়েছে বলে দাবি সরকারের। এবারের লক্ষ্য ‘স্মার্ট বাংলাদেশ’।
সেই স্মার্ট বাংলাদেশ দ্রুত নির্মাণের লক্ষে রজধানীর আগারগাওয়ের বিডা ভবনে আইসিটি মন্ত্রনালয় আয়োজিত ‘পলিসি ডায়লগ অন রোডম্যাপ ফর স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক এ আলোচনা।
স্মার্ট বাংলাদেশ গঠনে বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।
তথ্য প্রযুক্তি খাতের পরিকল্পনা তুলে ধরেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী।
প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা বলেন, শিক্ষা ও স্বাস্থ্যখাতে প্রযুক্তির ব্যবহার বাড়াতে কাজ করছে সরকার।