শিক্ষা প্রতিষ্ঠান ও আবাসিক হল খুলে দেয়ার দাবিতে সমাবেশ করেছে ঢাবি ছাত্র-শিক্ষকরা
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪৬:৫১ অপরাহ্ন, রবিবার, ৩০ মে ২০২১
- / ১৫১৩ বার পড়া হয়েছে
শিক্ষা প্রতিষ্ঠান ও আবাসিক হল খুলে দেয়ার দাবিতে সমাবেশ করেছে ছাত্র-শিক্ষকরা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনের সমাবেশের আয়োজক শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দাও আন্দোলন নামের একটি সংগঠন। এতে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র ও শিক্ষকরা।
এসময় তারা জানান সরকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে জাতিকে মেরুদন্ডহীন করে ফেলছে। অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানান তারা। বক্তারা বলেন, সরকার বিভিন্ন প্রতিষ্ঠান খুলে দিলেও অজানা কারণে বন্ধ রেখেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রেখে করোনা প্রতিরোধে কৌশল অবলম্বন করার দাবি তাদের। অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে পাঠদান ও পরীক্ষা কার্যক্রম শুরু করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন ছাত্র-শিক্ষকরা।