শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেবার প্রস্তুতি চলছে : মন্ত্রিপরিষদ সচিব
- আপডেট সময় : ০৭:১৭:১৯ অপরাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে মন্ত্রণালয় প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। চীন থেকে সিনোফার্মার ৬ কোটি ভ্যাকসিনের নিয়মিত চালান আসলে শিল্প শ্রমিকদেরও সপরিবারে টিকার আওতায় আনা হবে বলে জানান তিনি। এদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, গণটিকা কার্যক্রম থেকে সরে এসেছে সরকার। নিবন্ধন করেই সবাইকে টিকা নিতে হবে। আর টিকার সংকটও অচিরেই কেটে যাবে বলে আশা করেন তিনি।
সোমবার সকালে সচিবালয়ে বসে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক। গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে চলমান করোনা সংক্রমণ প্রতিরোধে টিকার সরবরাহ নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের জানান, আপাতত গণটিকা কার্যক্রম বন্ধ রয়েছে। তাই, আগের মতো নিবন্ধন করেই টিকা নিতে হবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যস্থতা ও সরকারের স্বদিচ্ছার ফলে ভবিষ্যতে দেশে করোনার টিকার আর কোন সমস্যা হবে না বলেও আশা করেন তিনি।
পরে মন্ত্রিসভার সিদ্ধান্তগুলো সাংবাদিকদের কাছে তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি জানান, সিনোফার্মার ৬ কোটি ডোজ আসার পর শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্প কারখানা খুলে দিতে সরকার টিকার আওতা বাড়াবে।
মন্ত্রিপরিষদ সচিব আরো জানান, করোনাভাইরাস প্রতিরোধী টিকার দুই ডোজের মধ্যে সময়ের ব্যবধান কমানো যায় কি-না, তা দেখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।