শিক্ষা বোর্ড আইনের সংশোধনী মন্ত্রিসভায় অনুমোদন
- আপডেট সময় : ০৮:৪০:৩৫ অপরাহ্ন, সোমবার, ১১ জানুয়ারী ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
২০২০ সালের উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফল প্রকাশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আইন এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আইন সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। সংশোধিত আইন অনুযায়ী দুর্যোগ বা মহামারিতে পরীক্ষা ছাড়াই মূল্যায়ন করা যাবে শিক্ষার্থীদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা এই প্রস্তাব অনুমোদন দিয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। আর সে অনুযায়ী ২৮ জানুয়ারি এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করা হবে।
সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি জানান, আগামী ২৮ জানুয়ারির মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।
মন্ত্রিসভার বৈঠক শেষে শিক্ষামন্ত্রী এই সিদ্ধান্তের ব্যাখ্যায় বলেন, ফলাফল তৈরীর কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। এখন অপেক্ষা খসড়া প্রস্তাবটি আইন হিসেবে জারি হবার।
শিক্ষামন্ত্রী আরো জানান, এ আইনের সংশোধনীর মাধ্যমে দেশের যেকোনও দুর্যোগ বা মহামারিতে পরীক্ষা না নিয়ে মূল্যায়ন করতে পারবে সরকার।