শিক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে টানা কর্মসূচি না দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি শিক্ষামন্ত্রীর আহ্বান
- আপডেট সময় : ০৬:৩৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩
- / ১৬৩৩ বার পড়া হয়েছে
শিক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে টানা কর্মসূচী না দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহবান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। এসময় শিক্ষামন্ত্রী আরো বলেন, যারা চায় দেশে মগজ ধোলাইয়ের শিক্ষা ব্যবস্থা চালু থাকুক– তারাই নতুন শিক্ষাক্রমের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এ বিষয়ে অভিভাবকদের সতর্ক থাকা উচিত।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যেই ৩১ নভেম্বর থেকে টানা ৩ দিন দেশব্যাপী অবরোধের ঘোষণা দিয়েছে বিএনপিসহ সরকার বিরোধী দলগুলো।
এমন বাস্ততায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে সংবাদ সম্মেলনের আয়োজন করে শিক্ষা মন্ত্রণালয়। এসময় বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচীর প্রতি ইঙ্গিত করে শিক্ষার্থীদের ভবিষ্যত নিয়ে শঙ্কা প্রকাশ করেন শিক্ষামন্ত্রী।
এসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন পাঠ্যক্রম নিয়ে চলমান অপপ্রচারের বিরুদ্ধে নিজের যুক্তি তুলে ধরেন শিক্ষামন্ত্রী।
নতুন এই শিক্ষাক্রম বাস্তবায়নে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ উল্লেখ করে অপপ্রচার থেকে আগামী প্রজন্মকে রক্ষায় অভিভাবকদের সজাগ থাকার আহ্বানও জানান ডা দীপু মনি।