শিক্ষার্থীদের করোনা প্রতিরোধের তথ্য সংগ্রহ করে স্বজনদের সচেতন করার আহ্বান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
শিক্ষার্থীদের ইন্টারনেটের মাধ্যমে করোনা প্রতিরোধের তথ্য সংগ্রহ করে পরিবার ও স্বজনদের সচেতন করার আহ্বান জানিয়েছেন চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।
দুপুরে মাদারীপুরের শিবচরে রাজারচর উচ্চ বিদ্যালয়ে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত চারতলা ভবনের উদ্বোধনী সভায় তিনি একথা বলেন। এদিন চীফ হুইপ আরো ৩টি স্কুল ভবন উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা, মেয়র মোহাম্মদ আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাঃ মোহাম্মদ সেলিমসহ অনেকে।