শিক্ষার্থীদের পড়াশুনায় মনোযোগ ফেরাতে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার দাবি অভিভাবকদের
- আপডেট সময় : ০৯:০৪:৪১ অপরাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২
- / ১৫৮৯ বার পড়া হয়েছে
করোনা সংক্রমণরোধে দফায় দফায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করায় শিক্ষার্থীরা পড়াশুনায় অমনোযোগী হয়ে পড়ছে। মনোযোগ ফেরাতে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার দাবি জানিয়েছেন অভিভাবকরা। শিক্ষকরা বলছেন, শুধু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে করোনা থেকে রক্ষা পাওয়া সম্ভব নয়। জনসমাগম বন্ধে সব জায়গায় আইনের কঠোর প্রয়োগ করতে হবে।
করোনা ও এর নতুন ধরণ ওমিক্রনের সংক্রমণ রোধে–শুক্রবার পাঁচ দফা বিধি-নিষেধ আরোপের মাধ্যমে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার।
হঠাৎ বন্ধের ঘোষণায় ক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা। গণমাধ্যমের কাছে তাদের ক্ষোভ তুলে ধরেন তারা।
শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হলেও করোনার মাঝে হাতিরঝিলের মতো উন্মুক্ত স্থানে ঘুরে বেড়াতে দেখা যায় শিক্ষার্থীদের।
দফায় দফায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ও অনলাইন পাঠদান নিয়ে অসন্তোষ জানায় অভিভাবকরা।
অনলাইনে পাঠদান নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান শিক্ষকরা।
বিধিনিষেধ নিয়ে প্রতিক্রিয়া জানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
২০২০ সালে ৮ মে দেশে করোনা শনাক্তের পর ১৯ মার্চ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়। দেড় বছর পর পাঠদানের জন্য উন্মুক্ত করা হয় সব শিক্ষা প্রতিষ্ঠান। তবে উপস্থিতির হার আশঙ্কাজনক হারে কমেছে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান, পিপিআরসি ও বিআইজিডি’র যৌথ তথ্য মতে, প্রাথমিকে ১৯, মাধ্যমিকে ২৫, একাদশে ৪২ ও দ্বাদশ শ্রেনীতে ৬২ শতাংশ শিক্ষার্থী অনুপস্থিত রয়েছে।