শিক্ষার্থীদের বিনামূল্যে ইন্টারনেট দেয়ার আহ্বান ডা. দীপু মনির
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০৭:২৪ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২০
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
শিক্ষার্থীদেরকে বিনামূল্যে ইন্টারনেট দেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
তিনি বলেন, ‘বৈশ্বিক মহামারি করোনার কারণে দীর্ঘদিন ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। এর মধ্যে লেখাপড়া চালিয়ে নিতে অনলাইনই পাঠদান ও গ্রহনের একমাত্র মাধ্যম। তবে এতে অংশগ্রহণ করার ক্ষেত্রে অনেক শিক্ষার্থীর পক্ষেই ইন্টারনেটের ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। তাই শুধু শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ইন্টারনেট দিতে অথবা স্বল্পমূল্যে ইন্টারনেট প্যাকেজ দেওয়া উচিত বলে মনে করেন তিনি। আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপ-কমিটির আয়োজনে এক অনলাইন আলোচনা সভায় এ আহ্বান জানান শিক্ষামন্ত্রী।