শিগগিরই শুরু বঙ্গবন্ধু ডুয়েল গেজ রেলসেতু’র নির্মাণ কাজ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৪:৫২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০
- / ১৫২৬ বার পড়া হয়েছে
যমুনা নদীর ওপরে নির্মিত বঙ্গবন্ধু সেতুর পাশেই ‘বঙ্গবন্ধু ডুয়েল গেজ রেলসেতু’র নির্মাণ কাজ খুব শিগগিরই শুরু হচ্ছে। আগামী ২৯ নভেম্বর ভার্চুয়াল পদ্ধতিতে রেলসেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ তথ্য জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে সিরাজগঞ্জের সয়দাবাদ রেলষ্টেশন ও সেতুর গোলচত্তর পরিদর্শনকালে স্থানীয় সাংবাদিকদের এ কথা জানান তিনি। রেলমন্ত্রী বলেন, জাপানের আন্তর্জাতিক সাহায্য সংস্থা- জাইকার অর্থায়নে ২০২৫ সালের মধ্যে রেলসেতুটি বাস্তবায়ন হবে। এ সময় স্থানীয় এমপি প্রফেসর ডাঃ হাবিবে মিল্লাত মুন্না, জেলা পরিষদ চেয়ারম্যান- সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, জেলা প্রশাসক ড. ফারুক আহমদসহ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।