শিগগিরই ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনার টিকা দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৬:২০:১৫ অপরাহ্ন, রবিবার, ১০ অক্টোবর ২০২১
- / ১৫২১ বার পড়া হয়েছে
খুব শিগগিরই ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের সবাইকে করোনার টিকা দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। দুপুরে মহাখালীর বিসিপিএস মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় এবং টিকা প্রাপ্তির সম্ভাবনা বাড়ায়, সন্তোষ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী আরো জানান, আগামী এপ্রিলের মধ্যে ১২ কোটি জনগণকে টিকার আওতায় আনা হবে।
সবশেষ করোনা পরিস্থিতি, ভ্যাক্সিন ও সম-সাময়িক বিষয়াদি নিয়ে রোববার দুপুরে মহাখালীর বিসিপিএস অডিটোরিয়ামে সংবাদ সম্মেলন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
করোনা ঝুঁকির পরিসংখ্যান তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী জানান, বিশ্বজুড়ে ভয়াবহ ১২১টি দেশের মধ্যে ৪৮ ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান বর্তমানে ২৬-এ। আর করোনা মোকাবিলার সাফল্যের ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান এখন এক নম্বরে।
করোনায় সংক্রমণের হার কমে আসায় এবং ভ্যাকসিন আমদানির বিষয়ে স্বস্তির কথা জানান তিনি। পাশাপাশি বাংলাদেশের করোনা মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের প্রশংসার কথাও তুলে ধরেন তিনি।
সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের এপ্রিলে টিকার মজুত হবে ২৬ কোটি। এতে ১২ কোটি মানুষকে টিকার আওতায় নেয়া সম্ভব বলে মনে করেন মন্ত্রী।
দেশে বর্তমানে ১ কোটি ৮১ লাখ করোনার টিকা মজুদ রয়েছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিগগিরই স্কুল-কলেজের সব শিক্ষার্থীকে ভ্যাকসিনের আওতায় আনা হবে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এ বিষয়ে কোনো নির্দেশনা না থাকলেও মহাপরিচালকের মৌখিক সম্মতির কথা জানান তিনি।
প্রতিদিন ১২ থেকে ১৫ লাখ টিকা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সবাইকে টিকার আওতায় নিতে প্রতিমাসেই গণটিকার ক্যাম্পেইন করা হবে। এ পর্যন্ত দেশের পৌনে ২ কোটি মানুষকে করোনার ডাবল ডোজ এবং সাড়ে ৩ কোটিকে সিঙ্গেল ডোজ দেয়া সম্ভব হয়েছে।