শিগগিরই ১২-১৭ বছর বয়সীদের টিকা দান কার্যক্রম শুরু হবে : স্বাস্থ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৬:৫২:৩৬ অপরাহ্ন, বুধবার, ২০ অক্টোবর ২০২১
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
১২-১৭ বছর বয়সীদেরকেও টিকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, শিগগিরই এর কার্যক্রম শুরু হবে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ১৮ বছরের বেশি বয়সীদের টিকা দেয়ার চলমান কার্যক্রম অব্যহত থাকবে। আর অধিদপ্তরের মহাপরিচালক ডা. এবিএম খুরশীদ আলম জানিয়েছেন, করোনা ভাইরাস সংক্রমণ আবারও কিছুটা বাড়তে শুরু করেছে। দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
উপজেলা হেলথ অ্যান্ড ফ্যামিলি প্লানিং অফিসারদের সংগঠন-ইউএইচএফপিও-এর প্রথম সম্মেলনে প্রধান অতিথি ছিলেন স্বাস্থমন্ত্রী জাহিদ মালেক।
আলোচনায় অংশ নিয়ে করোনা সংক্রমণ বৃদ্ধি রোধে সকলকে আবারও সচেতন থাকার আহ্বান জানানা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক।
পরে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে প্রায় ৫০ ভাগ টিকা দেয়া সম্পন্ন হবে।
এসময় টিকা গ্রহনের বয়সসীমা নিয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন জাহিদ মালেক।
স্বাস্থ্য সেবার সুযোগ আরও বাড়াতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাদের নির্দেশনাও দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।