শিথিলতায় করোনা সংক্রমণ কিছুটা বাড়লেও তা কমিয়ে আনা সম্ভব হবে :প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০১:১২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০
- / ১৫৫০ বার পড়া হয়েছে
শিথিলতায় করোনার সংক্রমণ কিছুটা বাড়লেও তা কমিয়ে আনতে সক্ষম হবে বাংলাদেশ- এমন আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নত দেশগুলোর স্বাস্থ্যসেবার চেয়ে বাংলাদেশ যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছে উল্লেখ করে নিজেদের আস্থা, বিশ্বাস ও মনোবল ধরে রেখে যে-কোন পরিস্থিতির জন্য তৈরি থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। সকালে, মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে ৫০ লাখ পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে এসব বলেন প্রধানমন্ত্রী।
সামাজিক সুরক্ষা বেষ্টনীর বাইরে কর্মহীন ৫০ লাখ পরিবারকে এক হাজার ২৫০ কোটি টাকা এককালীন নগদ আর্থিক সহায়তা দেয়ার কার্যক্রম, গণভবন থেকে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসাথে অনলাইন ব্যাংকিং সেবার মাধ্যমে স্নাতক ও সমমান পর্যায়ের শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ প্রদান কার্যক্রমও উদ্বোধন করেন তিনি।
ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী জানান, কারো মাধ্যমে নয়, সরাসরি নিম্ন আয়ের মানুষের মোবাইল হিসাবে চলে যাবে এই টাকা।
করোণা সংকটে ক্ষতিগ্রস্থ দেশের আর্থ সামাজিক অবস্থা আবারও সচল করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে প্রধানমন্ত্রী। তিনি বলেন, ক্ষতিগ্রস্থ কোন শ্রেণীই অবহেলিত থাকবে না। সবাইকে সমান সহায়তা দেয়ার বিষয়ে সরকার আন্তরিক।
শেখ হাসিনা বলেন, দেশের আর্থ সামাজিক অবস্থার কথা মাথায় রেখে লকডাউন কিছুটা শিথিল করায় করোণা সংক্রমণের মাত্রা বেড়েছে। তবে করোণার প্রভাব মোকাবেলায় দক্ষতার পরিচয় দিয়েছে দেশের স্বাস্থ্যসেবার খাত।
আস্থা ও মনোবল ধরে রাখার পরামর্শ দিয়ে যে কোন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
দেশের অর্থনৈতিক অবস্থা স্বাভাবিক রাখতে উর্বর জমি ও দক্ষ জনশক্তি কাজে লাগানোর পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।