শিবচরে পদ্মাপাড়ের একই ইউনিয়নে নির্বাচনে অংশ নিয়ে মা ও ছেলে দুজনেই নির্বাচিত

- আপডেট সময় : ০২:৩৫:০৯ অপরাহ্ন, শনিবার, ৮ জানুয়ারী ২০২২
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে মাদারীপুরের শিবচরে পদ্মাপাড়ের একই ইউনিয়নে নির্বাচনে অংশ নিয়ে করে মা ও ছেলে দুজনেই নির্বাচিত হয়েছেন। এনিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
গত ৫ জানুয়ারী ৫ম দফা ইউপি নির্বাচনে জেলার শিবচর উপজেলার কাঠালবাড়ি ও বন্দরখোলা ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের পক্ষ থেকে প্রার্থীতা উম্মুক্ত রাখায় কোন ধরনের সহিসংতা ছাড়াই নির্বাচন অনুষ্ঠিত হয়। কাঁঠালবাড়ি ইউনিয়নের ১,২ ও ৩ নম্বর সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদে নির্বাচনে অংশ গ্রহণ করেন লুৎফুন্নেছা বেগমসহ ৩ জন। আর ২ নম্বর ওয়ার্ড সাধারণ সদস্য পদে নির্বাচনে অংশ গ্রহণ করেন তার ছেলে চুন্নু মিয়াসহ ৪ জন। মো: চুন্নু মিয়া ৩৪২ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হন। অপরদিকে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত সদস্য পদে ২ হাজার ২৪৭ ভোট পেয়ে লুৎফুন্নেছা বেসরকারীভাবে নির্বাচিত হন।
মা ও ছেলে নির্বাচিত করায় ধন্যবাদ জানান ভোটারদের । ইউনিয়ন পরিষদ নির্বাচনে মা-ছেলের জয় আলাদা চাঞ্চল্যর সৃষ্টি করেছে।