শিবচরে ১ম দফা ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রতিক না থাকায় প্রচার প্রচারণায় মুখর
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
মাদারীপুরের শিবচরে ১ম দফা ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রতিক না থাকায় প্রচার প্রচারণায় মুখর হয়ে উঠেছে।
দুপুরে জেলার শিবচর উপজেলা পরিষদের নূর-ই-আলম চৌধুরী অডিটোরিয়ামে আসন্ন ২১ জুন অনুষ্ঠিতব্য ১৩টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ মতবিনিময় সভা আয়োজন করে শিবচর থানা। সভায় প্রার্থীরা তাদের বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। শিবচর থানার ওসি মোহাম্মদ মিরাজ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ গোলাম মোস্তফা রাসেল। মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুস লতিফ মোল্লা, পৌর মেয়র মোহাম্মদ আওলাদ হোসেন খানসহ অন্যরা।