শিমুলিয়াঘাটে আটকা পড়েছে সহস্রাধিক যানবাহন
- আপডেট সময় : ০৬:১৪:১৬ অপরাহ্ন, সোমবার, ৫ এপ্রিল ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
মুন্সিগঞ্জের শিমুলিয়াঘাটে স্বল্প পরিসরে ফেরি চলাচল করায় ঘাট এলাকায় আটকা পড়েছে জরুরী পণ্যবাহী ও ব্যক্তিগত সহস্রাধিক যানবাহন। বেশিরভাগই ব্যক্তিগত গাড়ি হওয়ায় পণ্যবাহী জরুরী সার্ভিসের কাভার্ডভ্যান এবং এ্যাম্বুলেন্সগুলোকে অগ্রাধিকারের ভিত্তিতে পারাপারের সুযোগ দেয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ।
এদিকে গণপরিবহন বন্ধ থাকার নির্দেশনায় শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি, লঞ্চ ও স্পীডবোট বন্ধ থাকলেও যাত্রীরা ঝুঁকি নিয়ে ট্রলারে পদ্মা পাড়ি দিচ্ছে। নির্দেশনা উপেক্ষা করে লকডাউনের প্রথমদিন সকাল থেকেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা হতে গ্রামমুখো যাত্রীরা শিমুলিয়া ঘাটে এসে ভিড় করছে। মাওয়ার ট্রাফিক ইন্সপেক্টর হিলালউদ্দিন জানান, সকাল থেকে নদী পারাপারের উদ্দ্যেশে ঘাটে এসে ভিড় জমাতে থাকে যাত্রীরা। ফেরি বন্ধ থাকায় ঘাটে ছোট-বড় মিলিয়ে প্রায় ১ হাজারেরও বেশী যানবাহন অবস্থান করছে। তাদের পার না হয়ে ঢাকায় ফিরে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে।