শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে যাত্রী ও যানবাহনের চাপ কমেছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২০
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে যাত্রী ও যানবাহনের চাপ কমেছে। পণ্যবাহী ট্রাক ও জরুরি প্রয়োজনে থাকা গাড়ি পার করছে ফেরিগুলো। বর্তমানে নৌরুটে ৪টি ফেরি চলাচল করলেও যেকোন সময় ফেরি সংখ্যা কমিয়ে আনা হবে।
গতকাল এই নৌরুটে ঢাকামুখী যাত্রীদের বাড়তি চাপ থাকলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। সেনাবাহিনী ঘাটে অবস্থান নিয়ে পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে রেখেছে। শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক সাফায়েত আহম্মেদ জানান, বর্তমানে চারটি ফেরি চলাচল করছে শিমুলিয়া-কাঠালবাড়ী নৌরুটে। কিন্তু যেকোন সময় ফেরির সংখ্যা কমিয়ে আনা হবে। যাত্রীবাহী কোন গাড়ি যেনো ঘাটে না আসে, সেজন্য ঘাট এলাকায় সেনা বাহিনীর নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এখন যাত্রী ও যানবাহনের চাপ নেই। পণ্যবাহী ট্রাক ও জরুরি গাড়ির সংখ্যাও কম।