শিমুলিয়া ঘাটে দক্ষিণবঙ্গের ২১ জেলার জনস্রোত আজও অব্যাহত
- আপডেট সময় : ০৮:০৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মে ২০২১
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে ঈদকে কেন্দ্র করে দক্ষিণবঙ্গের ২১ জেলার জনস্রোত আজও অব্যাহত।
শেষদিনেও সকাল থেকে হাজার হাজার যাত্রী ঘাটে এসে ভিড় করেন। পরিবহন পারাপারের ঘোষণায় বেড়েছে ব্যক্তিগত গাড়ির সংখ্যা। শিমুলিয়া ঘাটের প্রবেশমুখের বিভিন্ন পয়েন্টে চেকপোস্টের পাশাপাশি সকাল থেকেই ঘাটে শৃঙ্খলা রক্ষায় বাড়ানো হয়েছে অতিরিক্ত পুলিশ। আর যাত্রী আর যানবাহন পারাপারে শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে বর্তমানে ১৬টি ফেরি সচল রয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। কয়েক কিলোমিটার হেঁটেই ঘাটে উপস্থিত হন যাত্রীরা। তবে আগের চেয়ে পন্টুনে জটলা ও ভোগান্তি কমে এসেছে।
এদিকে, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে সকালের দিকে কম ছিল যাত্রী ও যানবাহনের সংখ্যা। কয়েকটি ফেরিকে এ সময় যানবাহন ও যাত্রীর জন্য অপেক্ষা করতে দেখা গেছে। তবে বেলা বাড়ার সাথে সাথে যানবাহন ও যাত্রীর সংখ্যা বাড়তে থাকে বলে জানায় ঘাট কর্তৃপক্ষ।