শিমুলিয়া-বাংলাবাজার নৌ-পথে ফেরীতে আজো মানুষের ঢল
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:০৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৮ জুন ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
শিমুলিয়া-বাংলাবাজার নৌ-পথে ফেরীতে আজো মানুষের ঢল। পারাপারের অপেক্ষায় অসংখ্য যানবাহন।
চলাচলের নিষেধাজ্ঞা উপেক্ষা করে শিমুলিয়া -বাংলাবাজার ঘাট এলাকায় ও মহাসড়কে প্রায় ৫ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। এসবের মধ্য পন্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যানের সংখ্যা বেশি। অন্যদিকে লঞ্চ-সি-বোট বন্ধ থাকায় ফেরীতেই পার হচ্ছেন যাত্রীরা। এই নৌপথে মোট ১৩টি ফেরি চলছে। ভীড় রয়েছে পাটুরিয়া- দৌলতদিয়া নৌপথে। নানা বাহনে ভেঙ্গে ভেঙ্গে গন্তব্যে পৌঁছাতে গুনতে হচ্ছে বেশী ভাড়া। সোমাবার সকাল থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৪ ফেরি জরুরী পণ্যবাহী ট্রাকের পাশাপাশি প্রাইভেটকার, মোটর সাইকেল ও যাত্রী পারাপারে ব্যস্ত। ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে চেকপোস্টে তৎপর পুলিশ।