শিমুলিয়া-বাংলাবাজার নৌ-পথ পরীক্ষামূলক ফেরী চলাচল আবারো শুরু
- আপডেট সময় : ১২:৩৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
শিমুলিয়া-বাংলাবাজার নৌ-পথ পরীক্ষামূলক ফেরী চলাচল আবারো শুরু হয়েছে। কেটাইপ ফেরী বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ, সেতু কর্তৃপক্ষ ও সেনাবাহিনীর যৌথ টিমের তত্ত্বাবধানে বাংলাবাজার ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ছেড়ে আসা ফেরীতে ৭টি ছোট যানবাহন ও ২৫টি মোটরসাইকেল ছিলো। স্রোতের তোড় কমে আসায় আগামীকাল থেকে সিমিত পরিসরে ও ছোট যানবাহন নিয়ে এ নৌ-রুটে ফেরী চলাচল করবে বলে ফেরী কতৃপক্ষ জানান। কয়েক দফায় পদ্মা সেতুর পিলারের সাথে ফেরি ধাক্কার ঘটনায় ও পদ্মায় স্রোতের গতি বেড়ে গেলে পদ্মা সেতুর নিরাপত্তা স্বার্থে প্রথম দিনে ৪৮ দিন ফেরী চলাচল বন্ধ থাকে। হালকা যানবাহন নিয়ে নৌ-রুটে ফেরি চালু হলেও পদ্মায় স্রোত বেড়ে যাওয়ায় বন্ধের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। ফলে নানা দুর্ভোগ ও ভোগান্তিতে পড়েন এ নৌ-রুটে চলাচলকারীরা। তবে শুধুমাত্র দিনের বেলায় লঞ্চ ও স্পিডবোট চলাচল করছে।