শিল্পকারখানা খোলার পরদিন আজ রাজধানীর সড়কে বেড়েছে ব্যক্তিগত গাড়ির চাপ
- আপডেট সময় : ০১:৩৬:১২ অপরাহ্ন, সোমবার, ২ অগাস্ট ২০২১
- / ১৫২১ বার পড়া হয়েছে
শিল্পকারখানা খোলার পরদিন আজ রাজধানীর সড়কে বেড়েছে ব্যক্তিগত গাড়ির চাপ। এদিকে, লঞ্চ চলাচলের সময়সীমা আরও ৪ ঘণ্টা বাড়ানো হয়েছে। সোমবার সকাল ৬টা পর্যন্ত সময়সীমা থাকলেও ভোলার ইলিশাঘাট থেকে সকাল ১০টা পর্যন্ত লঞ্চ ছাড়ার সুযোগ দিয়েছে বিআইডব্লিউটিএ।
রপ্তানীমুখী সব শিল্প-কারখানা খোলায় নিজ নিজ কারখানায় যোগ দিয়েছেন অধিকাংশ শ্রমিক। রোববার প্রথম দিন ৬০ থেকে ৭০ ভাগ শ্রমিক নিয়ে কাজ শুরু করে কারখানাগুলো। কর্মকর্তারা জানান, বিজিএমইএর দেয়া নির্দেশনা মেনে কারখানায় কাজ শুরু হয়েছে। মূলত বায়ারদের চাপের কারণেই তারা কারখানা চালু করেছেন। শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় সব ধরণের পদক্ষেপ নেয়া হয়েছে বলেও জানায় কারখানা কর্তৃপক্ষ। চলতি অর্থ বছরে সরকারের সাড়ে ৩ হাজার কোটি ডলারের রপ্তানী আয়ের লক্ষ্যমাত্রা পূরণ করতে, সামনের দিন গুলোতে কারখানা চালু রাখার পক্ষে মতদেন মালিক পক্ষ। বিজিএমই বলছে, বিধিনিষেধের কারণে কেউ চলতি সপ্তায় কাজে যোগ দিতে না পারলেও চাকরি নিয়ে কোন অনিশ্চয়তা তৈরির সুযোগ নেই।