শিশু-কিশোরদের জন্য তৈরি টিকার অনুমোদন দিয়েছে চীন
- আপডেট সময় : ০৮:১৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১
- / ১৫২২ বার পড়া হয়েছে
শিশু-কিশোরদের জন্য নিজেদের তৈরি সিনোভ্যাক বায়োটেকের টিকার অনুমোদন দিয়েছে চীন।
শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনে সিনোভ্যাক বায়োটেকের চেয়ারম্যান ইন উইডং বলেন, এখন থেকে জরুরি ভিত্তিতে শিশুদের শরীরে এ টিকার ব্যবহার করা যাবে । চীনে গণটিকাদান কার্যক্রমের অংশ হিসেবে এতদিন শুধু ১৮ বছরের ওপর ব্যক্তিদের টিকা দেয়া হতো । ৩ জুন পর্যন্ত দেশটিতে ৭২ কোটি ৩০ লাখের বেশি ডোজ টিকা প্রয়োগ করা হয় । তবে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে টিকা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন প্রবীণরা । ক্লিনিক্যাল ট্রায়ালের প্রাপ্ত তথ্য বলছে, তিন থেকে ১৭ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে সিনোভ্যাক বায়োটেকের টিকা কার্যকর এবং শিশুদের শরীরে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি ।এরআগে চলতি মাসের শুরুতে সিনোভ্যাক বায়োটেক লিমিটেডের তৈরি করোনা টিকাকে ছাড়পত্র দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা । তারপর থেকে বিশ্বের যেকোনো প্রান্তে জরুরি ভিত্তিতে ব্যবহার করা যাচ্ছে এ টিকা ।