শিশু নির্যাতনের বিরুদ্ধে জাপানে অভিনব প্যারেড
- আপডেট সময় : ০৩:৩১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
করোনা ভাইরাস মহামারির কারনে বিশব্যাপী বেড়ে যাওয়া শিশু নির্যাতনের বিরুদ্ধে অভিনব মোটর সাইকেল কুচকাওয়াজের আয়োজন করে জাপানের একদল বাইকার। গত ২০ ডিসেম্বর সকালে বড়োদিনকে সামনে রেখে শিশুদের খেলনা ও ক্যান্ডি বিতরন করতে সান্তাক্লজের বেশে ১০০ বাইকার তাদের হারলে ডেভিডসন নিয়ে নেমে আসে টোকিওর রাস্তায়।
বাচ্চাদের খেলনা,ক্যান্ডি উপহার দেওয়া ক্রিসমাসের ঐতিহ্য হিসেবে বিশ্বব্যাপী প্রচলিত। জাপানি বাইকারদের সংগঠন “হারলে সান্তা ক্লাব”এর সদস্যরা ২০০৮ সাল থেকে বড়দিনকে সামনে রেখে নিয়মিত এরকম মোটর সাইকেল প্যারেডের আয়োজন করে আসছে।প্যারেডে অংশ নেওয়া রাইডাররা জানায়, শিশুদের আনন্দ দেওয়ার উদ্দেশ্য থাকলেও এ বছর এটা আরো গুরুত্ব বহন করে কারন, লকডাউনের কারনে এ বছর অধিক সংখ্যক শিশু ঘরোয়া সহিংসতার শিকার হয়েছে।
ইভেন্টের পরিচালক তাকাশি মাইন বলেন, এখন খুব সম্ভবত পিতা মাতারা তাদের চাকরি হারানোর পর বাচ্চাদের উপর চাপ সৃষ্টি করবে তাই মহামারীর এই দুঃসময়ে আমাদের আরো বেশী কুচকাওয়াজ করা উচিৎ।জাপানি দৈনিক আশাই শিম্বু জানিয়েছে, বিগত বছরগুলির তুলনায় চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত জাপানে শিশু নির্যাতনের ঘটনা ২০% বেড়েছে।
অন্যান্য বছর শত শত রাইডার এই ইভেন্টে অংশ নিলেও এ বছর করোনা ভাইরাসের কারনে ১০০ জনের মধ্যে সীমাবদ্ধ ছিল।রাইডাররা টোকিও শহর ঘুরে ঘুরে প্রায় ৪০০ শিশুর মাঝে বড়দিনের উপহার বিতরন করে।নির্যাতনের শিকার শিশুদের বাড়ি ঘুরে দেখার পরিকল্পনাও রয়েছে তাদের।
অনলাইন ডেস্ক