শিশুকন্যাকে ধর্ষণচেষ্টার বিচার চাওয়ায় বাবাকে মারধরের অভিযোগ এএসআই’র বিরুদ্ধে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০০:৫৩ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২
- / ১৫২৮ বার পড়া হয়েছে
শিশুকন্যাকে ধর্ষণচেষ্টার বিচার চাওয়ায় বাবাকে মারধরের অভিযোগ ওঠেছে মানিকগঞ্জের শিবালয় থানার সহকারী উপপরিদর্শক আরিফ হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় ওই এএসআইকে প্রত্যাহার করা হয়েছে।
প্রায় এক মাস আগে শিবালয়ের রূপসা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল মান্নান মিয়ার ভাই রজ্জব ৫ বছর বয়সী এক শিশুকে ধষর্ণের চেষ্টা করেন। সে সময় শিশুটির বাবা ভয়ে থানায় মামলা করেনি। সপ্তাহখানেক আগে শিবালয় থানায় মামলা করেন তিনি। শনিবার সন্ধ্যায় মামলার খবর নিতে থানায় গেলে ডিউটি অফিসার এএসআই আরিফ হোসেন তার সঙ্গে খারাপ আচরণ করেন। এক পর্যায়ে থানার ভেতরে তাকে মারধর করেন ওই পুলিশ কর্মকর্তা।