শীতে সংক্রমন কমাতে দেশজুড়ে বাধ্যতামুলক মাস্ক পরা অভিযান শুরু
- আপডেট সময় : ০৫:৪১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০
- / ১৫২৬ বার পড়া হয়েছে
শীতে করোনায় আক্রান্তের সংখ্যা কমিয়ে আনতে দেশজুড়ে শুরু হয়েছে মাস্ক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে অভিযান। বাধ্যতামুলক মাস্ক পরা অভিযানে খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও সাতক্ষীরায় আটক ও জরিমানা করা হয়েছে।
খুলনায় কোভিড-১৯ এর দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। মাস্ক না পরে বাইরে বের হওয়া ব্যক্তিদের আটক ও জরিমানা দ্বিতীয়দিনের মতো করা হয়েছে।
শীতে করোনার প্রকোপ কমাতে সর্বসাধারনের জন্য মাস্ক বাধ্যতামূলক করেছে সরকার। এই নিয়ম কার্যকর করতে বরিশাল নগরীতে পৃথক ৩টি ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে।
মানুষকে সচেতন করতে করোনাবিরোধী প্রচার অভিযান হয়েছে ময়মনসিংহে। সকালে এ কর্মসূচির উদ্বোধন করেন, জেলা সুপার আহমার উজ্জামান।
সাতক্ষীরায় করোনা প্রতিরোধে প্রথম দিনে ১২ জনকে প্রায় ৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। জেলা প্রশাসনের পক্ষ থেকে সামাজিক সচেতনা সৃষ্টি এবং মাস্ক ব্যবহার না করায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে।
এদিকে, মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে ঝিনাইদহে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী ‘ক্রাশ প্রোগ্রাম’।