শীতের আগাম সবজি বাজার ভর্তি, কিন্ত সবকিছুরই দাম ১শ টাকা কেজি
- আপডেট সময় : ০৩:১২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২০
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
রাজধানীর বাজার ঘুরে আজ সয়াবিন তেলসহ নিত্য প্রয়োজনীয় মুদিপণ্যের দাম বাড়তি দেখা গেছে। শীতের আগাম সবজি বাজার ভর্তি, কিন্ত সবকিছুরই দাম ১শ টাকা কেজি। আহরণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর বেড়েছে ইলিশের সরবরাহ। দাম সহনীয় পর্যায়ে।
রাজধানীর বাজারে শীতের আমেজে বাহারি সবজির পসরা সাজিয়েছেন দোকানীরা। কিন্ত দাম পাইকারি বাজারে ১’শ থেকে ৮০ টাকা হলেও মালিবাগ খুচরা বাজারে ১২০ টাকা নিচে নাই।
নতুন টমেটো ১২০, শিম ১’শ, বেগুন ও করলা ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর দেশী পেয়াঁজের দাম দেখা গেছে ৭৫ থেকে ৬০ টাকা করে। আলু এখনও বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকা কেজি দরে।
ভক্সপপ ২ ক্রেতা বিক্রিতা ।
এদিকে হঠাৎ করেই যেন বাড়তি দামে বিক্রি হচ্ছে সয়াবিন তেল। বিক্রি হচ্ছে ১১২ টাকা লিটারে। দাম বেড়েছে নিত্য প্রয়োজনীয় মুদিপণ্যের। সব ধরণের ডালের কেজিতে বেড়েছে ১০ টাকা।
মাছের বাজার আমদানি বেড়েছে ইলিশের। কিন্ত ক্রেতা কম। কম দামে বিক্রি হতে দেখা গেছে অন্য মাছও।
শীতের শুরুতেই বাজারে ব্রয়লার মুরগী ১০ থেকে ১৫ টাকা কেজিতে বেড়েছে, কেজিতে ১’শ টাকা বেড়েছে খাসির মাংস ।
ভক্সপপ: ২ খাসি মুরগী
খুচরা বাজারে কিছুটা বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল। তবে পাইকারি বাজারে স্থিতিশীল আছে সব ধরনের চালের দর।