শীর্ষ সন্ত্রাসী সুমন সিকদার ওরফে মুসার ১৫ দিনের রিমান্ড আবেদন জানাবে ডিবি
- আপডেট সময় : ০৫:১৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুন ২০২২
- / ১৫৬১ বার পড়া হয়েছে
মতিঝিলে জোড়া খুনের প্রধান পরিকল্পনাকারী শীর্ষ সন্ত্রাসী সুমন সিকদার ওরফে মুসার ১৫ দিনের রিমান্ড আবেদন জানাবে ডিবি পুলিশ। খুনের মূল রহস্য উন্মোচনে জিজ্ঞাসাবাদ করতে চায় সংস্থাটি।
দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, ডিএমপির অতিরিক্ত যুগ্ম কমিশনার একেএম হাফিজ আক্তার। বলেন, আদালতে ১৫ দিন রিমান্ডের আবেদন জানানো হবে। ওমান পুলিশ ও এনসিবির সহযোগিতায় শীর্ষ সন্ত্রাসী সুমন সিকদার মুসা গ্রেফতার হয়।বৃহস্পতিবার দেশে ফিরিয়ে আনা হয় তাকে। শ্যুটার মাছুম গ্রেফতারের পর তার জবানবন্দীতেই হত্যাকান্ডে সুমন সিকদার সম্পৃক্ততার কথা জানতে পারে ডিবি। কিলিং মিশনের ১২ দিন আগে দুবাই চলে যায় সুমন। পরে পালিয়ে যায় ওমানে। ১২ মে ইন্টারপোলের মাধ্যমে ওমানে গ্রেফতার হয় সুমন সিকদার। তার নামে রাজধানীর পল্লবী, মতিঝিলসহ বিভিন্ন থানায় ১২/১৩টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।