শুক্রবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেট সিরিজ
- আপডেট সময় : ০৯:২৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১
- / ১৫৫২ বার পড়া হয়েছে
শুক্রবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেট সিরিজ। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে মুখোমুখি হবে দু’দল। মিরপুরে জয় দিয়ে সিরিজ শুরু করতে দু’দলই আত্মবিশ্বাসী। হোম কন্ডিশনকে কাজে লাগিয়ে বিশ্বকাপ ব্যর্থতার বৃত্ত ভাঙ্গতে চান বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থন দলকে অনুপ্রাণিত করবে বলে মনে করেন মাহমুদউল্লাহ। দুপুর ২টায় শুরু দু’দলের মহারণ।
আর মাত্র কয়েক ঘন্টা, আরও একটা নতুন সিরিজ শুরুর অপেক্ষায় টিম বাংলাদেশ। প্রতিপক্ষ পাকিস্তান, যাদের বিপরীত মেরুতে অবস্থান মাহমুদউল্লাহ’র দলের।
বিশ্বকাপ ব্যর্থতায় ক্লান্ত, পরিশ্রান্ত, কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট। এবার যোগ হয়েছে মুশফিকের দলে থাকা
-না-থাকা বিতর্ক। যা নিয়ে আপাতত কোন মন্তব্য করতে চান না মাহমুদউল্লাহ রিয়াদ। শুধু মনোযোগ রাখতে চান মাঠেই লড়াইয়ে।
বিশ্বকাপ দল থেকে ছয় পরির্তন। যাদের চার জনেরই নেই টি-টুয়েন্টিতে খেলার অভিজ্ঞতা। এমন দল নিয়ে প্রথম টি-টুয়েন্টিতে কতাটা আশাবাদী বাংলাদেশ অধিনায়ক?
বিশ্বকাপের ভরাডুবির পরও প্রধামনমন্ত্রী শেখ হাসিনার সমর্থন পেয়েছে বাংলাদেশ। তাতেই নাকি অনুপ্রানিত হবে দল, বলছেন–মাহমুদউল্লাহ রিয়াদ।
বাংলাদেশের মতো ম্যাচের আগের দিন অনুশীলন করেছে পাকিস্তানও। বিশ্বকাপের পর দ্বিপাক্ষিক এই সিরিজটাও যে ভীষণ গুরুত্বপূর্ন সফরকারীদের কাছে তা অনুমিত। ম্যাচের আগের দিন ১২ সদস্যের দল দিয়ে আরও ঘোছালো পাকিস্তান। বিশ্বকাপ মোমেন্টাম ধরে রাখাই লক্ষ্য পাক অধিনায়কের কাছে।
দু’দলের অতীত পরিসংখ্যান পাকিস্তানের পক্ষে। ১২ বারের দেখায় মাত্র ২ জয় বাংলাদেশের আক্ষেপের নাম। তবে, ঘরের মাটিতে ৪ ম্যাচে সমান দুটি করে জয় স্বস্তি মাহমুদউল্লাহ’র দলের।