শুধু আইন কঠোর করে কিংবা আইনের কঠোর প্রয়োগে ধর্ষণ বন্ধ করা যাবে না : তথ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৭:১৪:০৯ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০
- / ১৫২২ বার পড়া হয়েছে
শুধু আইন কঠোর করে কিংবা আইনের কঠোর প্রয়োগে ধর্ষণ বন্ধ করা যাবে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ধর্ষণের মতো অপরাধ প্রতিরোধে বর্তমান প্রজন্মের মনন ও মনোজগৎ পরিবর্তন করতে হবে বলেও জানান তিনি। জাতীয় প্রেসক্লাবে চট্টগ্রাম বিভাগের ছয় জ্যেষ্ঠ সাংবাদিকের স্মরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এ সময় বিএনপি নেতাদের সমালোচনার জবাবও দেন তথ্যমন্ত্রী। সরকারকে আর সময় দেয়া যাবে না– বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্য প্রত্যাখ্যান করে হাছান মাহমুদ বলেন, সরকারকে তারা সময় দেয়ার কেউ না। সরকারকে সময় দেবে জনগণ। আর জনগণ সেই সময় আওয়ামী লীগকে দিয়ে আসছে বলেই টানা ১২ বছর প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা ক্ষমতায় আছেন। তথ্যমন্ত্রী আরো বলেন, সরকারের বিরুদ্ধে আন্দোলন করার আগে বিএনপি’র নিজ দলের মধ্যেই আন্দোলন-বিশৃঙ্খলা চলছে। তাই বিএনপিকে আগে নিজ দল সামলাতে পরামর্শ দেন তথ্যমন্ত্রী।