শুধু কমিটি নয় হেফাজতের সাম্প্রদায়িক সহিংসতার রাজনীতিও বিলুপ্ত করতে হবে : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৭:৩০:২৯ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
হেফাজতে ইসলামের শুধু কমিটি নয়, তাদেরকে সাম্প্রদায়িক সহিংসতার রাজনীতিও বিলুপ্ত করতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে কুমিল্লা সড়ক জোন, বিআরটিসি ও বিআরটিএ’র কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় দেয়া ভাচুর্য়াল বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। এদিকে, দুপুরে জাতীয় প্রেসক্লাবে আলাদা অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, করোনা মহামারির মধ্যে দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টাকারীদের পক্ষে বিএনপি’র বিবৃতি দেয়া অত্যন্ত দু:খজনক।
সোমবার সকালে কুমিল্লা সড়ক জোন, বিআরটিসি ও বিআরটি’র কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটি বিলুপ্তি ও নতুন কমিটি গঠনের বিষয়ে কথা বলেন তিনি।
করোনা ভ্যাকসিন সংগ্রহে সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, করোনা পরিস্থিতিতে একমাত্র রাজনীতি হচ্ছে মানুষকে বাঁচানো।
এদিকে, জাতীয় প্রেসক্লাবে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির পক্ষ থেকে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য ও বিভিন্ন গণমাধ্যম সংস্থার প্রতিনিধিদের মাঝে করোনাসুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে যোগ দেন তথ্য ও সমপ্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। এ সময় হেফাজত নেতাদের গ্রেফতার নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্যের সমালোচনা করেন তিনি।
পরে গণমাধ্যমের প্রায় ৭০টি প্রতিষ্ঠানের জন্য করোনাসুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।