শুধু করোনা ভাইরাস নয়, দেশে এমন আরো প্রাকৃতিক বিপর্যয়ের হুমকি রয়েছে: আকবর আলী খান
- আপডেট সময় : ০৭:২৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৩০ বার পড়া হয়েছে
শুধু করোনা ভাইরাস নয়, দেশে এমন আরো প্রাকৃতিক বিপর্যয়ের হুমকি রয়েছে। এ কারণে বিপর্যয় রোধে সরকারকে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার পরামর্শ দিয়েছেন, তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলী খান। দুপুরে রাজধানীর বিএফডিসিতে করোনা ভাইরাসের প্রভাব নিয়ে বিতর্ক প্রতিযোগীতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ পরামর্শ দেন। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত অনুষ্ঠানে বিতার্কিক ছাড়াও ক্যাপিটাল মার্কেট বিশেষজ্ঞ ও কর্পোরেট প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশের অর্থনীতিতে করোনা ভাইরাসের প্রভাব’ নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক প্রতিযোগীতায় অংশ নেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থীরা।
বিতর্কে করোনা ভাইরাসের কারণে দেশের অর্থনীতিতে কেমন প্রভাব পড়বে তা তুলে ধরে দু’পক্ষ।দু’পক্ষের আলোচনা পর করোনা ভাইরাস মোকাবিলায় করণীয় বিষয়ে আলোকপাত করেন, বিতর্কের স্পিকার ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান।
প্রধান অতিথির বক্তব্যে চীনের করোনা ভাইরাসের কারনে, বাংলাদেশের অর্থনৈতিক ঝুঁকি এবং এর থেকে উত্তরণের পরামর্শ দেন,বিশিষ্ট অর্থনীতিবিদ ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলী খান।