শুধু যুক্তরাষ্ট্রই নজরদারি কার্যক্রমের লক্ষ্য ছিল না : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০২:৩২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৭৬০ বার পড়া হয়েছে
শুধু যুক্তরাষ্ট্র নয়, গোয়েন্দা বেলুন ব্যবহার করে বিশ্বের বিভিন্ন দেশের ওপর নজরদারি চালিয়েছে চীন। এর মধ্যে ভারতও রয়েছে। এক প্রতিবেদনে আজ এ তথ্য জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন বলেছেন, শুধু যুক্তরাষ্ট্রই নজরদারি কার্যক্রমের লক্ষ্য ছিল না। ভূপাতিত বেলুনের ধ্বংসাবশেষ থেকে প্রাপ্ত তথ্য বেশ কয়েকটি দেশের সঙ্গে শেয়ার করেছেন তারা। চীন অবশ্য বেলুন দিয়ে গোয়েন্দা নজরদারির দাবি প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি এটি একটি ওয়েদার ডিভাইস। বাতাসে ভেসে যুক্তরাষ্ট্রে চলে যায়। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, বেলুনটি ২’শ ফুট লম্বা ছিল। এটি একটি বিমানের সমান। ওজন কয়েক হাজার পাউন্ড হতে পারে। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, কর্মকর্তাদের বিশ্বাস, কয়েকটি বেলুন ব্যবহার করে নজরদারি কার্যক্রম পরিচালিত হচ্ছিল চীনের উপকূলীয় হাইনান প্রদেশ থেকে। তারা নজরদারি চালিয়েছে ভারত, জাপান, ভিয়েতনাম, তাইওয়ান ও ফিলিপাইনে।