শুনেছি তামিম আগামী বছর খেলবে : পাপন
- আপডেট সময় : ০৮:৩১:২০ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
- / ১৬৯৬ বার পড়া হয়েছে
তামিম ইকবালের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা বিষয়টি অনিশ্চিত। অনেকের মতে, সাবেক বাংলাদেশ অধিনায়ককে আর কখনো জাতীয় দলে দেখা যাবে না। তবে এবার তার বাংলাদেশ দলে ফেরা নিয়ে নতুন তথ্য দিলেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি না কী শুনেছেন, আগামী বছর ফের জাতীয় দলে ফিরতে পারেন অভিজ্ঞ এই ক্রিকেটার।
আজ রোববার (২৮ মার্চ) সাভারে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাজমুল হাসান পাপন বলেন, ‘তামিমের জাতীয় দলে খেলার ব্যাপারটা পুরোপুরি বোর্ডের ওপর নির্ভর করছে এমনটা নয়। এটা আসলে তামিমের সিদ্ধান্তের ওপরেও অনেকটা নির্ভরশীল। সে প্রথমে জালাল ইউনুস এবং আমাদের সিরাজ ভাইয়ের সঙ্গে বসবে। তারপরে আমার সঙ্গে বসবে। আমি শুনেছি, সে সামনের বছর থেকে খেলবে।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আগে ঘরের মাঠে দ্বিপাক্ষিক সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন তামিম ইকবাল। এর আগে, হুট করেই জাতীয় দল থেকে তিনি নিয়েছিলেন অবসর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সেই অবসর ভাঙলেও নানা কারণে পরবর্তীতে আর জাতীয় দলে দেখা যায়নি অভিজ্ঞ এই ক্রিকেটারকে। তবে এখনও তামিম ইকবালের জাতীয় দলে ফেরা নিয়ে আশায় বুক বেঁধে আছে, তাঁর ভক্ত অনুরাগীরা।