শুভ বড়দিন নির্বিঘ্নে পালন করতে প্রশাসনের মতবিনিময় সভা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৩:২৬ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০১৯
- / ১৫২৬ বার পড়া হয়েছে
পাবনায় খ্রীস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব- শুভ বড়দিন নির্বিঘ্নে পালন করতে আইন-শৃঙ্খলা নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা হয়েছে।
দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এসপি শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস ও ইবনে মিজানসহ জেলা পুলিশের কর্মকর্তারা। সভায় পুলিশ সুপার- জেলার ২১টি গির্জা প্রধানের বক্তব্য শোনেন এবং খ্রীস্টান ধর্মাবলম্বীদের সবচে’ বড় ধর্মীয় উৎসব- শুভ বড়দিন নির্বিঘ্নে পালন করতে পুলিশের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা প্রদানের কথা জানান। মতবিনিময় সভাশেষে আগত খ্রীস্টান নেতাদের নিয়ে বড় দিনের কেক কাটেন পুলিশ সুপার।