শুরু হচ্ছে লালন স্মরণোৎসব
- আপডেট সময় : ০৫:৩৯:০৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০২২
- / ১৬৬৮ বার পড়া হয়েছে
বাউল সমাট লালন সাঁইর ১৩২ তম তিরোধান দিবস উপলক্ষ্যে কুষ্টিয়ার ছেঁউড়িয়া লালন আঁখড়াবাড়ীতে তিনদিন ব্যাপী অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সাধু সেবা, গ্রামীণ মেলা, উন্মুক্ত মঞ্চে লালন সংগীতসহ সকল আয়োজনে এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
প্রতি বছর সাঁইজীর তিরোধান দিবসের মত এবারও এসেছেন। এখানে আসেন সাঁইজীর বাণী শুনতে। লালনের গান মানুষের জীবনের সংবিধান। যা শুনলে, মানলে আত্মা পবিত্র হয়। এমন কথা জানালেন এসব ভক্ত বাউলরা।
আয়োজনকে ঘিরে রং-ধোয়া মোছার কাজ শেষ। বাউল সাধুদের সমাগম আর সাঁইজীর মাজার দেখতে দর্শনার্থীরা আসছেন। উৎসবে অংশ নিতে ঢাকা থেকে চলে এসেছেন অনেকে। এমন কথা জানালেন আগত দর্শনার্থী।
আগত বাউল ফকিরদের থাকা-খাওয়ার জন্য সব ব্যবস্থা করা হয়েছে জানালেন একাডেমীর এডহক কমিটি।
আয়োজনে এবার সর্বচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। পুরো এলাকা সিসি টিভির ক্যামেরার আওতায় আনা হয়েছে।