শুরু হয়েছে এইচএসসি ও সমমান পরীক্ষা
- আপডেট সময় : ০৯:৩৫:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪
- / ১৬৩৫ বার পড়া হয়েছে
এইচএসসি পরীক্ষা শুরু আজ, মানতে হবে যেসব নির্দেশনা
সারাদেশে ২০২৪ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে কিছুক্ষণের মধ্যে। তবে বন্যার কারণে সিলেট শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা ৮ জুলাই পর্যন্ত স্থগিত থাকবে। ৯ জুলাই থেকে যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল সেগুলো যথারীতি হবে।
গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইন
এবার প্রায় সাড়ে ১৪ লাখ শিক্ষার্থী পরীক্ষায় বসবে। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৯১ হাজার। সময়সূচি অনুযায়ী ৩০ জুন বাংলা (আবশ্যিক) প্রথম পত্রের মাধ্যমে শুরু হবে এই পরীক্ষা। লিখিত পরীক্ষা শেষ হবে ১১ আগস্ট। এরপর ব্যবহারিক পরীক্ষা শুরু হবে। জানা গেছে, পূর্বঘোষণা অনুযায়ী, পুনর্বিন্যাসকৃত (সংক্ষিপ্ত) পাঠ্যসূচিতে অনুষ্ঠিত হবে এই পরীক্ষা।
শুরু হয়েছে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা। পরীক্ষার্থীর সংখ্যা সাড়ে ১৩ লাখ। এরমধ্যে ছাত্র ৭ লাখ ৫০ হাজার ২৮১ জন এবং ছাত্রী ৭ লাখ ৫০৯। পরীক্ষা নেওয়া হচ্ছে মোট ২ হাজার ৭২৫টি কেন্দ্রে।
সাধারণ শিক্ষা বোর্ডে প্রথমদিনে বাংলা প্রথমপত্রের পরীক্ষা হচ্ছে। মাদরাসা বোর্ডের অধীনে হচ্ছে আলিম পরীক্ষায় বাংলা-২ বিষয়ের পরীক্ষা। তবে বন্যার কারণে সিলেট অঞ্চলের চার জেলায় ৮ জুলাই পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে। ৯ জুলাই থেকে এসব জেলায় পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা নেয়া হবে। তবে ৮ জুলাইয়ের পর আর কোনো পরীক্ষা স্থগিত করা হবে না বলে জানিয়েছে সিলেট শিক্ষা বোর্ড। পরীক্ষাকে নকলমুক্ত ও সুষ্ঠু করতে ২৯ জুন থেকে ১১ আগস্ট পর্যন্ত ৪৪ দিন সব কোচিং সেন্টার বন্ধ ঘোষণা করা হয়েছে।