শুরু হয়েছে চাঁদপুরের ডাকাতিয়া নদীর ভাঙন
- আপডেট সময় : ০২:০৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩
- / ১৬৯৫ বার পড়া হয়েছে
বর্ষার পানি নেমে যাওয়ার সাথে সাথে শুরু হয়েছে চাঁদপুরের ডাকাতিয়া নদীর ভাঙন। চাঁদপুর সদরের মৈশাদী এলাকায় তলিয়ে গেছে দুইশ’ মিটার এলাকা। সাধারণ মানুষ আছে ভাঙন আতংকে। ডাকাতিয়ার কয়েকটি এলাকায় ভাঙন রোধে নেয়া প্রকল্প এখন পরিকল্পনা মন্ত্রণালয়ে। অনুমোদন হলেই ভাঙনরোধে কাজ করা হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
চাঁদপুর সদর উপজেলার মৈশাদী গ্রামের ইউনুস খানের বাড়ি এলাকায় শুরু হয়েছে ডাকাতিয়া নদীর ভাঙন। ইতোমধ্যে তলিয়ে গেছে দুইশ মিটার এলাকা। এতে স্থানীয় জনগণে দেখা দিয়েছে আতংক।
প্রতিবছর অল্প অল্প করে ডাকাতিয়া নদী ভাঙ্গে। একারনে তা কর্তৃপক্ষের নজরে আসে না। এক দশকে বিলীন হয়েছে দুই কিলোমিটার এলাকা। ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ না নিলে, ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হতে হবে বলে জানান নদী পারের বাসিন্দারা।
পানি উন্নয়ন বোর্ড বলছে, ডাকাতিয়ার কয়েকটি এলাকায় ভাঙন রোধে প্রকল্প নেয়া হয়েছে। অনুমোদন পেলেই শুরু হবে কাজ।
বর্ষা মৌসুম শেষে, মৈশাদী ইউনিয়ন ছাড়াও আরও কয়েকটি ইউনিয়নে দেখা দেয় ডাকাতিয়ার ভাঙন। দ্রুত স্থায়ী পদক্ষেপ নেয়ার দাবি নদী পাড়ের মানুষের।