শুরু হলো ঢাকা আর্ট সামিটের পঞ্চম আসর
- আপডেট সময় : ০৪:০৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
সঞ্চারণ বা সিসমিক মুভমেন্টস’ প্রতিপাদ্যে শুরু হলো ঢাকা আর্ট সামিটের পঞ্চম আসর। শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় সকালে এই আয়োজনের উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী ।স্বাগতিক বাংলাদেশসহ ৪৪ দেশের পাঁচ শতাধিক চিত্রশিল্পী-ভাস্কর, কিউরেটর, শিল্প-সমালোচক, আর্ট প্রফেশনাল, শিল্প সংগ্রাহক, স্থপতি ও গণমাধ্যম ব্যক্তিত্ব অংশগ্রহণ করছেন এবারের মহাযঞ্জে। আরো জানাচ্ছেন মৌসুমী আচার্য্য।
১ লাখ ২০ হাজার বর্গফুট আয়তনের জাতীয় চিত্রশালা ভবন পরিণত হয়েছে এমন এক দেশে, যেখানে মানুষেরা অবিরাম আনন্দ নিয়ে মনের মাধুরী মিশিয়ে ছবি আঁকে, ভাস্কর্য বানায়, পাপেট শো করে, চলে শিল্প নিয়ে বিতর্ক। শিল্পের সেই রস আস্বাদনে ছুটে এসেছে হাজারো অনুরাগী।
যুদ্ধ, অবিচার ও নৈরাজ্যের এ পৃথিবীতে ক্ষুদ্র পরিসরে হলেও এমনই এক রাজ্য নির্মিত হয়েছে ঢাকা আর্ট সামিটে।উদ্বোধনী আয়োজনে শিল্পের এ মহাযঞ্জ নিয়ে স্বপ্ন আর সম্ভাবনার কথা বলেন প্রধান অতিথি সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ,দেশের নন্দিত শিল্পীদের চিত্রকর্মের পাশপাশি ঠাঁই পেয়েছে জয়নুল আবেদিন, এসএম সুলতানের মতো দিকপালদের অনবদ্য সব সৃষ্টি।
সলো আর্ট এক্সিবিশন, পাবলিক আর্ট প্রজেক্ট, কিউরেটড এক্সিবিশন, এক্সপেরিমেন্টাল ফিল্ম প্রদর্শনী, লাইভ আর্ট পারফরম্যান্স, পাপেট শো, সহ শিল্প ও শিল্পকলার নানা বিষয়ের সমন্বয়ে এবারের সাজানো হয়েছে নয় দিনের ঢাকা আর্ট সামিট ।